Friday, May 2, 2014

শুভ জন্মদিনআপনি না থাকলে শৈশবটা একদম পানসে আর হতচ্ছাড়া হয়ে যেতো। অদ্ভুত ভাবনাওয়ালা সব গল্প, সাথে অনেকক্ষণ চেয়ে দেখবার মতন আঁকা ছবি; শঙ্কু, তারিণীখুড়ো আর ফেলুদা, আবার রূপকথা, ছড়া, স্মৃতিকথা, অনুবাদ আর সিনেমার গল্প! এ শুধু আপনার পক্ষেই সম্ভব। সাদা বইয়ের কালো গোটা গোটা অক্ষরে যে এতোরকম স্বাদ, এতো কল্পনা আর অ্যাডভেঞ্চার লুকিয়ে থাকতে পারে, তা আপনার কল্যাণেই জানা। 


শুভ জন্মদিন, সত্যজিৎ রায়!

1 comment:

Satyajit said...

onek valo likhecho baba.