এক দ্বীপে একশো জন অধিবাসী। আর আছে তাদের একজন রাজা। অধিবাসীদের সবাই
সৎ, রাজার আদেশ মান্য করে চলে, আর প্রত্যেকে লজিকটাও বোঝে ভালো। প্রতিদিন শেষে সন্ধ্যায়
ওই দ্বীপে একটা ফেরি আসে, কেউ চলে যেতে চাইলে ফেরিতে করে চলে যেতে পারে। এরা সবাই
মৌনব্রত পালন করে, নিজেদের মাঝে কোন কথা বলেনা। কোন আয়না নেই দ্বীপে, আর পানিও
নিজের চেহারা দেখার মতন স্বচ্ছ নয়।
একশো জনের মধ্যে ৯০ জনের চোখের রং কালো, বাকি ১০ জনের নীল। এই সংখ্যা
দুটো শুধু আপনি জানেন, দ্বীপের অধিবাসীদের নিজেদের কিন্তু জানা নেই। তাদের
প্রত্যেকে শুধু বাকি সবার চোখের রংটা দেখতে পায়।
প্রতিদিন সকালে দ্বীপের সবাই রাজার সামনে সমবেত হয়। এমনই একদিন রাজা
সবাইকে বললেন -
“আমি দেখতে পাচ্ছি তোমাদের মধ্যে অন্তত এক জনের চোখের রং নীল। আমি
চাই নীল চোখের কেউ যেন এই দ্বীপে না থাকে এবং নিজের চোখের রং বোঝার সাথে সাথে যেন
ফেরিতে করে দ্বীপ ছেড়ে চলে যায়।”
প্রশ্ন: নীল চোখের মানুষেরা কী আদৌ বুঝতে পারবে যে তাদের চোখের রং
নীল? যদি বোঝে, তাহলে কতদিন লাগবে সব নীল চোখের অধিবাসীর দ্বীপ ছেড়ে যেতে?
No comments:
Post a Comment