Thursday, March 12, 2009

দূর পরবাসে - ২

ফেসবুক আজকাল ভালোই সময় খায়। খারাপ লাগেনা, লোকজন কি করতেছে জানা যায়, ছবি-টবি দেখা যায়, অনেক পুরান অথবা নন-টেকি বন্ধুবান্ধবও দেখি আজকাল ফেসবুকে চলে আসতেছে। ভালোই। প্রথম প্রথম আজাইরা সব গ্রুপ ইনভাইটেশান, টপ ফ্রেন্ড, বন্ধু তুলনা - এইগুলা খুব বিরক্তিকর লাগতো। এখন এইগুলা আর দেখিও না, কোন রিকোয়েস্ট দেখলেই সোজা ডিলিট। বন্ধুদের স্ট্যাটাস আর ছবিতে মন্তব্য করা, জন্মদিনে উইশ করা, হালকা পাতলা মেইল চালাচালি, এইতো। কবে যেন একটা ভিডিও দেখলাম, 25 things I hate about Facebook নামে। আরে যেটারে এত অপছন্দ করে সেইটারে নিয়া গবেষণা করার কি আছে! আমার তো মনে হয় সবই হইলো মার্কেটিং পলিসি। যতই ঘৃণা করিবে ততই ভালোবাসিবে।

3 comments:

Anonymous said...

ভিডিওটা আমিও দেখসিলাম, বিজনেস পলিসি হোক আর জাআই হোক আমার কাছে মজাই লাগসিলো... পোস্টগুলার সাইজ আরেকটু বড় করা যায় না?

Rafi said...

মজা আমার কাছেও লাগছে, বেশ যত্ন করে বানানো বোঝা গেছে।
দেখি, করা যায় কি না! আমার প্রথম টার্গেট নিয়মিত হওয়া, তাই ছোট দিয়েই শুরু! :P

Md. Obaidul Haque said...

tomar blog pore valo laglo...tomar likher hath anak valo...!!!