Wednesday, November 26, 2008

প্রথম ইতালিক চুলকাটা

ইতালিতে ল্যান্ড করছি প্রায় তিন মাস হয়ে গেলো। ঢাকায় থাকতে মাসে নাহোক দুমাসে একবার চুল কাটানো হত, সুতরাং বোঝাই যাচ্ছে চুলটা ভালোই লম্বা হয়েছিলো। আমার যে চুল বড় করার শখ নাই তা না, দেশে থাকতে করতে পারি নাই 'ইমেজ' জড়তার কারণে, একটা প্রোটোটাইপের মধ্যে পড়ে গেলে বের হয়ে আসা বেশ মুশকিল। এই ইতালিতে এসেও এত লোকজন চারপাশে, সপ্তাহ তিনেক শেভ না করলে "কি মিয়া দেবদাস হয়ে গেলা নাকি?" অথবা "দেশ থেকে অর্ডার দিছে নাকি দাড়ি রাখতে?" টাইপ মন্তব্যে জর্জরিত হইতে হয়। এইখানেও একটা ফ্যামিলির মতই থাকি তো!

অবশ্য চুল বড় করলে আমারে দেখতে ভালো দেখায় এই দাবিও আমি করতেছি না, বরং কেমন উস্কুখুস্কু আর জড়ভরতের মত লাগে।
এইসব নানাবিধ কারণে প্রায় তিন মাস পরে গত রবিবারে আমি চুলকাটানোর সিদ্ধান্ত গ্রহণ করি, তবে তার জন্যে আমাকে গাঁটের পয়সা খরচ করে কোন ইতালিয় নরসুন্দরের কাছে যাওয়া লাগে নাই, শহিদ ভাইয়ের চমৎকার রেমিংটন হেয়ার গ্রুমিং কিট, ফখরুল ভাইয়ের জাদুকরি চুলকাটা প্রতিভা আর রাশেদ ভাই-টনি ভাইয়ের প্রশস্ত বাথরুমে একটা আরামদায়ক চেয়ার - আমার মাথাভর্তি চুল দশ মিনিটে সাফ, পুরা সার্ফ এক্সেল দিয়ে ধোয়া কাপড়ের মতো!

ইতালিতে হলো না, দেখি জার্মানিতে চুল বড় করা হয় কিনা!

বিঃদ্রঃ - ইতালিতে চুলকাটা বিষয়ে আরো জানতে হলে পড়ুন সাদ্দামের কাহিনী!

2 comments:

Anonymous said...

একটা ছবি দে ... দেখি তোরে "হোম-মেউড" কাটিং এ কেমন লাগথেছে ... :P

Rafi said...

দিবো, আরেকটু বড় হোক :P