Wednesday, July 23, 2008

Tribute to Mahmudul Haque

মাহমুদুল হকের একটাই বই আছে আমার কাছে, "কালো বরফ"। বইটা তাও নিজের কেনা নয়, কে যেন উপহার দিয়েছিলো। লেখকের নাম আগে শুনিনি, হাতে পেয়ে তাই অনাগ্রহের সাথেই পড়া শুরু করেছিলাম। কিন্তু একটুখানি এগোতেই অবাক হয়েছিলাম, অসাধারণ প্রাঞ্জল লেখা, খুব পাওয়ারফুল গদ্য, এক নিঃশ্বাসেই পড়ে ফেলার মত।

বইটা যত্ন করে তুলে রেখেছিলাম, প্রিয় লেখকের তালিকায় যোগ হয়েছিলেন মাহমুদুল হক। উনার নাম না জানার পেছনে কারনটাও অযৌক্তিক নয়, ১৯৮২ সালের পর থেকে আর কিছুই লিখেননি। খ্যাতির শীর্ষে থেকে এইরকম নিজেকে গুটিয়ে নেয়ার কারন বোধকরি কেউই জানেন না। বাংলা সাহিত্যের সেরাদের একজন হবার মত ছিলেন বলেই শুনি।

মাহমুদুল হকের মৃত্যুতে জানাই বিনম্র শ্রদ্ধা।

প্রথম আলোর প্রতিবেদন
মফিদুল হকের কলাম
ডেইলি স্টারের সাহিত্য পাতায় প্রকাশিত মাহমুদুল হকের 'প্রতিদিন একটি রুমাল' গল্পের অনুবাদ

1 comment:

Anonymous said...

কখনো পড়িনি, কিন্তু এখন পড়ার জন্য লোভ হচ্ছে...