
আরেকটা নতুন বছর এলো। বাংলা বছর, বাঙ্গালীর বছর।
আমাদের মতো করে আর কেউ কি পারে এত রঙ্গে এত ঢঙ্গে বর্ষবরণ করে নিতে! চারপাশের এত সমস্যা,এ ত অনিশ্চয়তা - সবকিছু পাশে সরিয়ে রেখে আর কেউ কি পারে আনন্দের জ়োয়ারে ভেসে যেতে..আমার মনে হয় না..
১৪১৫ সালের এই বৈশাখে সবাইকে জানাই শুভ নববর্ষ। সবার যত শুভ ইচ্ছেগুলো সত্যি হোক এই নতুন বছরে। আমরা সবাই আরো একটু এগিয়ে যাই সম্ভাবনাময় ভবিষ্যতের দিকে।
সবার জন্য শুভকামনা।
ছবিসত্ত্ব - উইকিপিডিয়া
No comments:
Post a Comment